08-05-2022, 07:17 PM
(08-05-2022, 04:56 PM)smohan1990 Wrote: শুরু হবে ভাইয়েরা/ দাদারা। তবে যেমন আগে বলেছি, সময় লাগছে। বুঝতেই পারছেন ছাপোষা মানুষ।
আপনাদের বিশ্বাস ধরে রাখার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল।
বুঝতে যে আর চাইছে না গো মন, দাদা। অনেক অনেক সময় তো পেরিয়ে গেলো। শুধু চাই যে আপনি আবার শ্রীমতি rubysen এর মতো হারিয়ে যাবেন না লেখার জগৎ থেকে। শ্রীমতি সেন বর্তমানে তিন কুড়ি পেরিয়ে গেছেন বয়সে তাই হয়তো তিনি আর কখনোই ফিরে আসবেন না লেখালেখির জগতে, কিন্তু তিনি আপনার লেখনীর মাধ্যমেই নিজেকে খুঁজে নেবেন বলেই আমার বিশ্বাস।