08-05-2022, 06:44 PM
(08-05-2022, 06:35 PM)Baban Wrote: বলেই ছিলাম দাদা এগুলো পড়ে দেখুন। লোকটার লেখন ক্ষমতা অনেকটাই জানতে পারবেন ।
এবারে আসি গল্পটায় - আলাদা করে আর কি বলি বলুন তো? একবারও বৌটার দিক থেকে পুরো ঘটনাটা ভাবছি, আর একবার স্বামীর দিক থেকে। হ্যা স্বামীটা অবশ্যই ভুল। বৌ থাকা সত্ত্বেও বৌয়ের মূল্য বুঝলোনা, অথচ যখন বুঝলো সেদিন.......
আর লোকটার সাথেও যা যা হয়েছে সেটাও তার ভেতরের পৌরুষকে বারংবার আঘাত করেছে। বিশেষ করে ওই অত্যাধিক পাকা ছাত্রীর স্পর্ধা। নিজের নারীত্বকে এক নারী নিজেই অপমান করেছে, আরেক নারী বার বার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে শুধুই সেবা করে গেছে। আর মাঝে সেই পুরুষ..... যে আর পুরুষ নেই। যতই লিঙ্গ শক্ত হোক সে আর পুরুষ নেই।
অসাধারণ
ধন্যবাদ বাবানদা