08-05-2022, 04:25 PM
বৃষ্টি ও শৈশব - nextpage
আজও বৃষ্টি হয় শহর ভিজে, ভিজে ঐ বুড়ো গাছটা সাথে ছাউনির বাইরে থাকা সবকিছু। আমিও ভিজি তবে বৃষ্টি নয়, স্মৃতির পুকুরে। আজও বৃষ্টি হয় আমিও থাকি তবে সচ্ছ জানালার আড়ালে। বৃষ্টি ঝাপটা আমাকে পায় না আর আমি পাই না সেই হারানো আমি কে।
শৈশবটা বেশ ছিলো, আগে যদি জানতাম তবে তখন বড় হবার জেদ করতাম না। শৈশবে বৃষ্টি ছিল মায়ের বকুনি ছিল তবুও বৃষ্টির জলে নিজেকে ভেজাবার অফুরন্ত আনন্দ ছিল। আকাশে মেঘ করেছে, সাথে সাথে মায়ের সতর্ক বার্তা বৃষ্টিতে যেন না ভিজি। মায়ের চিন্তা টা এখন বুঝি, ছোট বেলার আমার জ্বরের ধাত ছিল বেশি। কিছু হলেই জ্বর হতো। মাঝে মাঝে হাসপাতাল পর্যন্ত যেতে হতো।
তারপরো বৃষ্টি ভিজতাম। বৃষ্টি শুরু হবার সাথে সাথে মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতাম। ফুটবল নিয়ে ছোটে বেড়াতাম। টুইয়ের নিচে গিয়ে প্রবল ভাবে জল পড়াটাকেি ঝর্নার ধারা কল্পনা করে নিতাম। যখন ঘরে ফিরতে হতো তখন পিটুনি থেকে বাঁচার জন্য উঠোনে গিয়ে ইচ্ছে করে পিছলে পড়ে যেতাম। এমন একটা ভাব ধরতাম যেন মাত্রই ভিজে গেছি আমি। এমন দুরন্তপনার জন্য কম পিটুনি খেতে হয়নি শৈশবে।
আজও বৃষ্টি হচ্ছে, না এখন আর ভিজে হয়ে উঠে না। আসলে ভেজার মত ফুসরত পাই না। তবে মা এখনো শাসিয়ে রাখে, একদম যেন বৃষ্টিতে না ভিজা হয়। ভিজলেই তো আবার হাঁচি টা বাড়বে।
আজও বৃষ্টি হয় শহর ভিজে, ভিজে ঐ বুড়ো গাছটা সাথে ছাউনির বাইরে থাকা সবকিছু। আমিও ভিজি তবে বৃষ্টি নয়, স্মৃতির পুকুরে। আজও বৃষ্টি হয় আমিও থাকি তবে সচ্ছ জানালার আড়ালে। বৃষ্টি ঝাপটা আমাকে পায় না আর আমি পাই না সেই হারানো আমি কে।
শৈশবটা বেশ ছিলো, আগে যদি জানতাম তবে তখন বড় হবার জেদ করতাম না। শৈশবে বৃষ্টি ছিল মায়ের বকুনি ছিল তবুও বৃষ্টির জলে নিজেকে ভেজাবার অফুরন্ত আনন্দ ছিল। আকাশে মেঘ করেছে, সাথে সাথে মায়ের সতর্ক বার্তা বৃষ্টিতে যেন না ভিজি। মায়ের চিন্তা টা এখন বুঝি, ছোট বেলার আমার জ্বরের ধাত ছিল বেশি। কিছু হলেই জ্বর হতো। মাঝে মাঝে হাসপাতাল পর্যন্ত যেতে হতো।
তারপরো বৃষ্টি ভিজতাম। বৃষ্টি শুরু হবার সাথে সাথে মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতাম। ফুটবল নিয়ে ছোটে বেড়াতাম। টুইয়ের নিচে গিয়ে প্রবল ভাবে জল পড়াটাকেি ঝর্নার ধারা কল্পনা করে নিতাম। যখন ঘরে ফিরতে হতো তখন পিটুনি থেকে বাঁচার জন্য উঠোনে গিয়ে ইচ্ছে করে পিছলে পড়ে যেতাম। এমন একটা ভাব ধরতাম যেন মাত্রই ভিজে গেছি আমি। এমন দুরন্তপনার জন্য কম পিটুনি খেতে হয়নি শৈশবে।
আজও বৃষ্টি হচ্ছে, না এখন আর ভিজে হয়ে উঠে না। আসলে ভেজার মত ফুসরত পাই না। তবে মা এখনো শাসিয়ে রাখে, একদম যেন বৃষ্টিতে না ভিজা হয়। ভিজলেই তো আবার হাঁচি টা বাড়বে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।