08-05-2022, 12:05 PM
(08-05-2022, 11:50 AM)Baban Wrote: আজকের সমাজে হোক বা অতীতের ইতিহাস কিংবা আসন্ন ভবিষ্যতের আধুনিক জীবন। এই মা নামক শক্তির থেকে বড়ো কেউ ছিলোনা, হবেও না। সেই যে প্রকৃতি, সেই যে উৎস, সেই যে আশা, সেই যে ভালোবাসা। জীবনের প্রতিদিনের লড়াই লড়তে থাকা মহাযোদ্ধা। ♥️♥️♥️♥️
ঠিক কথা .. তাই যাদের মা নেই তারা অনাথ .. যেমন আমি
(08-05-2022, 11:52 AM)nextpage Wrote: প্রতিটা মা একেকজন যোদ্ধা।
কখনো মাতৃরূপে, কখনো চন্ডী রুপে সংসারের দেখভাল করে চলেছেন। নিজের সবটা উজার করে অন্যদের পূর্ন করে চলেছেন। বিনিময়ে যদি কিছু চাইতেন তবে সমগ্র বিশ্ব সেটার কাছে নিতান্তই তুচ্ছ প্রতিপন্ন হতো।
সকল মা কে জানাি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।
একদম ঠিক বলেছো