08-05-2022, 12:05 PM
হাসি কান্না - বাবান
কিনবেনা কিনবেনা বলে আমায় এক প্রস্থ শাসিয়ে শেষে নিজেই কিনা কিনে আনলে এই খেলনা? এটা কি হলো শুনি?
এক বাবার প্রশ্নে এক মা মুচকি হেসে চেয়ারে বসে একটা দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো - কি করবো বলো? উনি যে কান্নার চোটে বন্যা এনে ফেলছিলো। মাটিতে গড়াগড়ি দেওয়া বাকি ছিল শুধু। আমি আর......
বাবা - সহ্য করতে পারলেনা তাইতো? আর সেদিন আমি কিনে দেবো বলতেই আমায় দিলে বকুনি। বাহ্ বাহ্
মা তখনো তাকিয়ে একটা নির্দিষ্ট দিকে। কি যেন দেখছে সেই মহিলা। তার মাথায় ঘাম চিকচিক করলেও ঠোঁটে এক মিষ্টি হাসি। মায়া ভরা দুই আঁখি। ওই দিকেই দেখতে দেখতে সে বললো - সেদিন তোমায় বকেছিল তোমার এই বৌ। যাতে ফালতু আজেবাজে খরচ না করে ফেলো তুমি। যা লোক তুমি বাব্বা! কিন্তু আজ..... আজ সেই বৌ হেরে গেলো এক মায়ের কাছে। সেদিনের একটা কথার দাম রাখতে পারলাম না নিজেই। কি করবো বলো? আমি পারলাম না ওর ওই কান্না সহ্য করতে। আমি..... আমি পারলাম না।
স্বামী এগিয়ে এসে হাত রাখলেন স্ত্রীয়ের কাঁধে। তার ঠোঁটেও মুচকি হাসি। শুধু বললেন - বেশ করেছো পারোনি, কোনো মা-ই পারেনা। আমার মাও পারতোনা আমার কান্না শুনতে। যতই বকুক শেষে জড়িয়ে আদর না করে দিলে কিছু খেতেই পারতোনা সেই বুড়ি।
স্বামীর কথা শুনে একবার দেয়ালে টাঙানো একজনের ছবিটা দেখে নিয়ে মেঝেতে বসে থাকা ছেলের দিকে চোখ রাঙিয়ে বললো - এই শেষবার কিন্তু, আর যদি কোনোদিন দেখেছি এমন নাটক করতে রাস্তায়। দেখিস... দেখিস কি করি আমি!
মায়ের বকুনি খেয়েও খিলখিল করে হেসে ফেললো ছোট্ট ছেলেটা তারপরে আবার খেলনা প্লেনটা হাতে নিয়ে চারিদিকে ঘোরাতে লাগলো। ততক্ষনে মায়ের রাগের নাটক হাসিতে পাল্টে গেছে। ♥️♥️♥️
কিনবেনা কিনবেনা বলে আমায় এক প্রস্থ শাসিয়ে শেষে নিজেই কিনা কিনে আনলে এই খেলনা? এটা কি হলো শুনি?
এক বাবার প্রশ্নে এক মা মুচকি হেসে চেয়ারে বসে একটা দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো - কি করবো বলো? উনি যে কান্নার চোটে বন্যা এনে ফেলছিলো। মাটিতে গড়াগড়ি দেওয়া বাকি ছিল শুধু। আমি আর......
বাবা - সহ্য করতে পারলেনা তাইতো? আর সেদিন আমি কিনে দেবো বলতেই আমায় দিলে বকুনি। বাহ্ বাহ্
মা তখনো তাকিয়ে একটা নির্দিষ্ট দিকে। কি যেন দেখছে সেই মহিলা। তার মাথায় ঘাম চিকচিক করলেও ঠোঁটে এক মিষ্টি হাসি। মায়া ভরা দুই আঁখি। ওই দিকেই দেখতে দেখতে সে বললো - সেদিন তোমায় বকেছিল তোমার এই বৌ। যাতে ফালতু আজেবাজে খরচ না করে ফেলো তুমি। যা লোক তুমি বাব্বা! কিন্তু আজ..... আজ সেই বৌ হেরে গেলো এক মায়ের কাছে। সেদিনের একটা কথার দাম রাখতে পারলাম না নিজেই। কি করবো বলো? আমি পারলাম না ওর ওই কান্না সহ্য করতে। আমি..... আমি পারলাম না।
স্বামী এগিয়ে এসে হাত রাখলেন স্ত্রীয়ের কাঁধে। তার ঠোঁটেও মুচকি হাসি। শুধু বললেন - বেশ করেছো পারোনি, কোনো মা-ই পারেনা। আমার মাও পারতোনা আমার কান্না শুনতে। যতই বকুক শেষে জড়িয়ে আদর না করে দিলে কিছু খেতেই পারতোনা সেই বুড়ি।
স্বামীর কথা শুনে একবার দেয়ালে টাঙানো একজনের ছবিটা দেখে নিয়ে মেঝেতে বসে থাকা ছেলের দিকে চোখ রাঙিয়ে বললো - এই শেষবার কিন্তু, আর যদি কোনোদিন দেখেছি এমন নাটক করতে রাস্তায়। দেখিস... দেখিস কি করি আমি!
মায়ের বকুনি খেয়েও খিলখিল করে হেসে ফেললো ছোট্ট ছেলেটা তারপরে আবার খেলনা প্লেনটা হাতে নিয়ে চারিদিকে ঘোরাতে লাগলো। ততক্ষনে মায়ের রাগের নাটক হাসিতে পাল্টে গেছে। ♥️♥️♥️
বাবান