08-05-2022, 11:41 AM
|| মাতৃদিবস ||
চোখের তলায় কালি
মাথার চুল উঠে যাওয়া
হুড়োহুড়ি করে খাবার গলাধঃকরণ
শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজে না পাওয়া
কানের দুল পরার সময় না পাওয়া
রাত জাগাটা নিত্যদিনের অভ্যাস হয়ে যাওয়া
প্রচণ্ড বিরক্তি, রাগ কে ভালবাসায় পরিণত করা
উৎকণ্ঠা নিয়ে জ্বরের ওষুধ খাওয়ানো
ভ্যাক্সিন নেওয়াতে প্রবল ভয় পাওয়া
অহেতুক কিছু দুশ্চিন্তা
পড়াতে বসানো
বকলে বা মারলে নিজের সারাদিনের মুড অফ
প্রতিদিনের নিজের সখ-আহ্লাদ বিসর্জন দেওয়া
গান গাওয়ার সময় না পাওয়া
কখনো'বা অবাধ প্রশ্রয়
রোজের রুটিনের আমূল বদল
দশটা হাতের প্রয়োজনীয়তা অনুভব করা প্রতিমুহূর্তে
শারীরিক গঠনের চরম অবনতি
দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব
★★★★
শুধু যে আমার মাতৃদেবী আমার জন্য এইগুলি করেছেন তা নয়, পৃথিবীর সকল মা তাদের সন্তানদের জন্য এইগুলি করে চলেছেন প্রতিদিন, প্রতিনিয়ত। তাই মাতৃদিবসে জানাই সকল মায়েদের প্রণাম