08-05-2022, 12:35 AM
(08-05-2022, 12:05 AM)Baban Wrote: বাহ্ বেশ ইন্টারেস্টিং কিন্তু শুরুটা। একদিকে অতীত এর কিছু মুহুর্ত (আমার যা মনে হলো) আরেকদিকে বর্তমান। রূদ্র বাবু পাকা খেলোয়াড় মনে হচ্ছে। মাঠে ভালোই গোল করবে।
আহারে..... কি পিটুনি খেলো ছেলে। এতটাও বাজনা বাজানো উচিত ছিল কি? মায়ের দিকটাও বুজছি। সেও ঠিক কিন্তু একদিন তো এসব দেখতেই হবে নইলে ছেলে বড়ো হবে কিকরে
তুমিও দাদা পাকা খেলোয়াড়। গল্প ঠিক ধরে ফেলো।
বাবু কেমন পিটুনি খেল সেটা সামনের পর্বেই পাবে আর রুদ্রের প্র্যাকটিস কেমন চলছে সেটাও।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।