08-05-2022, 12:25 AM
(07-05-2022, 05:04 PM)indecentindi Wrote: দাদা, আপনার কাছে একটা উপন্যাসের আবদার করব। এত শক্তিশালী লেখক বাংলায় এত মুন্সিয়ানা দেখা যায় না।
অনঙ্গর অণু পানু নামে ২০২০-র অক্টোবর থেকে শুধুমাত্র পানু jonra-র অণুগল্প লিখব বলেই এই threadটি শুরু করেছিলাম।
তারপর ধারাবাহিকভাবে লিখতে-লিখতে, এখানেই ছোটো-বড়ো বহু আকৃতির গল্পই post করেছি।
নতুন করে thread খুলে উপন্যাস না post করলেও, এখানেই 'রূপের মোহ', 'মহাযুদ্ধের মেয়েরা' এবং 'অকারণে ব্যকরণ' নামের অন্তত তিনটি উপন্যাস পোস্টানো রয়েছে।
পড়ে দেখুন; খারাপ-ভালো, যাই লাগুক, অকপটে বলুন।
নতুন উপন্যাস আসবে। শীঘ্রই। লেখা শেষ; সম্পাদনাটা বহুদিন পড়েছিল। সম্প্রতি হাত দিয়েছি।
আবার ল্যাদ খেয়ে না পড়লে, গরম ফুরোবার আগেই হয় তো, গরম-গরম উপন্যাসটা, আপনাদের পাতে দিতে পারব।
ধন্যবাদ।
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।