07-05-2022, 11:00 PM
(07-05-2022, 10:18 PM)Sanjay Sen Wrote: ডিভিডি থেকে ল্যাপটপে ভিডিও চালানো তারপর সেটাকে পেনড্রাইভে নিয়ে টিভিতে লাগানো - এত খাটনির কি দরকার ছিল? যখন ভিডিওটা নিশীথ বাবুর হাতে এসেছিল তখনই একটা পেনড্রাইভে ভিডিওটা নিয়ে রাখলেই তো হতো।
ভিডিওটি চলাকালীন তার পাশাপাশি অরুন্ধতীর মানসিক পরিবর্তন এবং চিন্তাধারা, আর সর্বোপরি তার সঙ্গে নিশীথ বাবুর অনুঘটক এর মতো বাক্যবাণ দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছ। পরের পর্বের জন্য মুখিয়ে আছি বৈশালী আর অনিরুদ্ধর খেলা সম্পূর্ণরূপে দেখার জন্য এবং এই পরিস্থিতিতে অরুন্ধতীর কি অবস্থা হয় সেটাও জানার জন্য।
(07-05-2022, 10:38 PM)Bichitro Wrote: সেক্স হচ্ছে না দেখে মুষড়ে পড়ছিলাম... কিন্তু তারপরেই লাইভ পর্ণ দেখতে দেখতে ওই নিশীথের কথা গুলো ভালো লাগছিল
এটা তো বুঝতে পারছি যে প্রথম খেলা কামরাজ খেলবে ... মানে গল্প এখনো চলবে ....
আর সঞ্জয় দার সাথে একমত ... ডিভিডি থেকে ল্যাপটপ তারপর পেনড্রাইভ তারপর টিভি ... এটা একটু বেশি খাটনি ...
পরের আপডেট জমজমাট হবে এব্যাপারে নিঃসন্দেহ ...
❤️❤️❤️
তোমাদের দুজনের মন্তব্য অনেকটা একই রকম, তাই দুজনকে একসঙ্গে উত্তর দিচ্ছি। ওইখানেই তো মজা সেন মহাশয় এবং বিচিত্র। সব কাজ যদি এত সহজে একজন লেখক করে দেয়, তাহলে তার পাঠকদের জন্য রোমাঞ্চটাই তৈরি করা সম্ভবপর হয় না। সঙ্গে থাকো .. পড়তে থাকো ..