07-05-2022, 10:59 PM
রাতে একটু ঘুরতে আসলাম, আপনার গল্প দেখি পেজ এ ওপরের দিকে। ভেতরে ঢুকে দেখি আপডেট এসেছে। পড়লাম, ঘুম উড়ে গেছে। কী দিয়েছেন দাদা! আপনার গল্প পড়ার সময় মনে হয় চন্দ্রকান্তা নিজে সরাসরি আমার মাথার ভেতরে প্রতিটা শব্দ উচ্চারণ করে গল্প বলছে। প্রত্যেকবার গল্প পড়ার পর যখন হুশ ফেরে তখন দেখি চন্দ্রকান্তার গলার স্বরটা কেমন ছিল তা আবার কীভাবে যেন ভুলে গেছি।