07-05-2022, 10:18 PM
ডিভিডি থেকে ল্যাপটপে ভিডিও চালানো তারপর সেটাকে পেনড্রাইভে নিয়ে টিভিতে লাগানো - এত খাটনির কি দরকার ছিল? যখন ভিডিওটা নিশীথ বাবুর হাতে এসেছিল তখনই একটা পেনড্রাইভে ভিডিওটা নিয়ে রাখলেই তো হতো।
ভিডিওটি চলাকালীন তার পাশাপাশি অরুন্ধতীর মানসিক পরিবর্তন এবং চিন্তাধারা, আর সর্বোপরি তার সঙ্গে নিশীথ বাবুর অনুঘটক এর মতো বাক্যবাণ দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছ। পরের পর্বের জন্য মুখিয়ে আছি বৈশালী আর অনিরুদ্ধর খেলা সম্পূর্ণরূপে দেখার জন্য এবং এই পরিস্থিতিতে অরুন্ধতীর কি অবস্থা হয় সেটাও জানার জন্য।
ভিডিওটি চলাকালীন তার পাশাপাশি অরুন্ধতীর মানসিক পরিবর্তন এবং চিন্তাধারা, আর সর্বোপরি তার সঙ্গে নিশীথ বাবুর অনুঘটক এর মতো বাক্যবাণ দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছ। পরের পর্বের জন্য মুখিয়ে আছি বৈশালী আর অনিরুদ্ধর খেলা সম্পূর্ণরূপে দেখার জন্য এবং এই পরিস্থিতিতে অরুন্ধতীর কি অবস্থা হয় সেটাও জানার জন্য।