07-05-2022, 04:52 PM
(07-05-2022, 04:13 PM)Bumba_1 Wrote: দুজনেই যথার্থ বলেছো .. এক্ষেত্রে উনি শিক্ষক বলে হয়তো তোমাদের বেশি করে খারাপ লাগছে কারণ আমরা এখনো মনে করি শিক্ষকতা একটি noble profession। সেক্ষেত্রে যদি উনি কোনো রাজনীতিবিদ কিংবা কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতেন তাহলে ব্যাপারটা সম্ভবত মেনে নিতে একটু সুবিধা হতো। তবে মানুষ যখন অমানুষে পরিণত হয়, তখন তার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের স্বার্থ মিলেমিশে একাকার হয়ে যায়। এর আরো নিদর্শন ভবিষ্যতে এই উপন্যাসে দেখতে পাবে।
ঠিক... একদম ঠিক কথা...