07-05-2022, 04:25 PM
(18-04-2019, 07:52 AM)anangadevrasatirtha Wrote: । ইন্দু ও কন্যার প্রতি আমি যে ঔদাসিন্য দেখাইয়াছি, উহাদের যেরূপ অবহেলা করিয়াছি, সে জন্য আমার বিবেক কেবলই দংশিত হইতে লাগিল। নিজেকে লম্পট, কামুক ভাবিয়া আমি ক্রমশ নিজের নিকটই ক্ষুদ্র ও লজ্জিত হইয়া পড়িলাম। চাকুরি ছাড়িয়া দিলাম। ভাড়ার বাসা ত্যাগ করিলাম। কলিকাতা, চেনা পরিমণ্ডল ছাড়িয়া, দেশের পথে-পথে কিছুকাল বিভ্রান্তের ন্যায় বিচরণ করিয়া বেড়াইলাম। অতঃপর এই গণ্ডগ্রামে আসিয়া উপস্থিত হইয়াছি।…
বহুদিন পথে-পথে দিশাহীনের ন্যায় ভ্রমণ করিয়াছি বটে, কিন্তু ইহা আমি স্পষ্ট বুঝিয়াছি, সন্ন্যাসী আমি হইতে পারিব না। লালসায় সংযম রাখা আমার পক্ষে অসম্ভব! স্ত্রী-কন্যার মৃত্যুশোক অনেকটাই কাটাইয়া উঠিয়াছি। কিছুদিন বোষ্টমদের আখড়ায় সাধন-সঙ্গ করিয়া বুঝিয়াছি, সুখ-দুঃখ সকলই ক্ষণস্থায়ী। জীবনে সবই আসে, আবার ফিরিয়া যায়। কাহাকেও চিরকাল খাঁচার-পাখি করিয়া শিকলে বাঁধা যায় না।…
এই লাইনগুলি লেখা উচ্চমার্গে নিয়ে গেছে