07-05-2022, 04:13 PM
(07-05-2022, 03:22 PM)bourses Wrote: পরিশেষে এটাই সকলের কথা গিয়ে দাঁড়ালো... কি? না... জয় বুম্বাদার জয়... অসাধারণ... একটা এই ধরনের ইরোটিক ফোরামকে এর থেকে ভালো বিশ্লেষণ বোধহয় আজ পর্যন্ত কেউ করেছে বলে জানি না... যেখানে প্রতিটা গল্পকে আতশকাঁচের তলায় ফেলে অপূর্ব অনুধাবন... প্রতিটা লেখককে তার যোগ্য সন্মান প্রদান, তা সে সুখ্যাতই হোক কি অখ্যাত... নাহ! বুম্বা... তোমায় গুটি কতক শব্দ দিয়ে প্রশংসা করার ধৃষ্টতা দেখানো সম্ভব নয় আমার পক্ষে...
এবার আসি তোমার গল্পে... বাবান আর nextpage এর গল্প শেষ করে তোমারটা পড়লাম আজকেই... গল্প নিয়ে এখানে আমি নতুন করে কিছু বলছি না, কারন ইতিমধ্যেই তোমার সমস্ত পাঠকবর্গ সবিস্তারে সমস্ত কিছু সপ্রশংসিত ভাবে তুলে ধরেছে... শুধু একটা জায়গায় আমার একটু খটকা লাগলো... বা বলতে পারো কিঞ্চিৎ বিশদৃশ্য... নিশিথবাবু ধূর্ত বা গোদা বাংলায় বলতে গেলে পাক্কা মাগীবাজ... সবই ঠিক আছে... গল্পের প্রেক্ষিতে এমন চরিত্র আসতেই পারে... কিন্তু তবুও... সে একটি কলেজের প্রধান শিক্ষকও বটে... তাই যতই খারাপ হোক না কেন... "ফাইভ থেকে সিক্সে ওঠার সময় র্যাঙ্ক করতে পারো নি তো!.........আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে..." এই জায়গাটায় যেন হটাৎ করেই কেমন পুরো গল্পটা আমার কাছে খারাপ ঠেঁকলো... মানুষ নিশিথবাবু আর শিক্ষক নিশিথবাবুর মধ্যে এই মিশেলটা না মেশালেই বোধহয় ভালো হতো... এটা কিন্তু একান্ত আমার অভিমত... গল্পের খাতিরে অনেক কিছুই নিয়ে আসতে হয় ঠিকই... তাও... এই শিক্ষক শব্দটা একটু বেশিই সন্মান আশা করে...
পরবর্তি আপডেটের আশায় রয়েছি...
(07-05-2022, 03:32 PM)Baban Wrote: তোমার এই ভাবনা আমার মাথাতেও এসেছে আর অবশ্যই খারাপ লেগেছে। কিন্তু এটাই তো বুম্বা দা হয়তো ফুটিয়ে তুলতে চেয়েছো যে মানুষটা কতটা নোংরা যে শিক্ষা ও শিক্ষার মর্যাদা ও শক্তির অপপ্রয়োগ করছে, নিজের নোংরা স্বার্থ চরিতার্থ করতে এক ছাত্রকেও মুক্তি দিলোনা তাকেও কাজে লাগলো।নিজের শিক্ষা ও যোগ্যতা ভুলে কুকর্মে লিপ্ত হতে কতটা পাগল সে।
হ্যা এই মিশেলটা না হলেই ভালো হতো, কিন্তু এই মিশেল ওই লোকটার ভেতরের বিকৃত রূপটা ফুটিয়ে তুললো। এটা উচিত নয় অবশ্যই কিন্তু এটা ওই চরিত্রের একটা মহান গুন
দুজনেই যথার্থ বলেছো .. এক্ষেত্রে উনি শিক্ষক বলে হয়তো তোমাদের বেশি করে খারাপ লাগছে কারণ আমরা এখনো মনে করি শিক্ষকতা একটি noble profession। সেক্ষেত্রে যদি উনি কোনো রাজনীতিবিদ কিংবা কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতেন তাহলে ব্যাপারটা সম্ভবত মেনে নিতে একটু সুবিধা হতো। তবে মানুষ যখন অমানুষে পরিণত হয়, তখন তার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের স্বার্থ মিলেমিশে একাকার হয়ে যায়। এর আরো নিদর্শন ভবিষ্যতে এই উপন্যাসে দেখতে পাবে।