07-05-2022, 04:07 PM
(07-05-2022, 02:27 PM)Baban Wrote: তোমার এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে যে তুমি লেখক ও পাঠকদের ইচ্ছে ও তাদের চেষ্টা কে সম্মান দাও। যেটা আমিও করি। জাস্ট আমি কোনো বিষয়ের গল্প পড়িনা বলে তাকে তাচ্ছিল্য করবো এমন চিন্তাধারা থাকা মোটেও ভালো না। প্রত্যেক পাঠকের নিজস্য চাহিদা ও স্বাদ থাকে গল্পের প্রতি আর আমাদের সেটাকে সম্মান করা উচিত। তা সে গল্পের থিম আমাদের পছন্দ হোক বা না হোক। প্রত্যেকের অধিকার আছে কে কি পড়বে। আর সাথেই সকল লেখক কে যোগ্য সম্মান দাও তুমি, সেটাই তো কাম্য। অবশ্য এই গুনটা হয়তো সকল লেখকদের মধ্যেই থাকে। সমস্যাটা হয় পাঠকদের মধ্যে। হাম হাম হ্যা, বাকি সব পানি কম হ্যা ভেবে ফেললেই মুশকিল। আরে কেউ কারোর থেকে বড়ো নয়, হ্যা অবশ্যই লেখার মান অনেকেরই দারুন অসাধারণ কিন্তু নিম্ন মানের লেখকটাও নিজের সময় ও চেষ্টায় কোনো খামতি রাখছেনা সেটাও বুঝতে হবে সকলকে ♥️
এবারে আসি সোমনাথ বাবুর প্রসঙ্গে - দাদা আগে নিজের খেয়াল রাখুন আর নিজের মনোযোগ এইযাৰ গল্প বা প্রিয় বিষয়ে দিন। বাস্তবিক কঠিন জীবন মাঝে মাঝে ভুলে যাওয়ায় মঙ্গল। হোক না একটু অবাস্তবিক সময়ে টাইম ট্রাভেল।
আর হ্যা বুম্বা দার বলা গল্প গুলোর মধ্যে বেছে নিয়ে পড়তে শুরু করে দিন। আপনি যদি নন ইরোটিক পছন্দ না করেন তাহলে আলাদা কথা, কিন্তু যদি পছন্দ করেন তাহলে সেগুলোও পড়ুন। সেই শুরুর যাত্রা পথে ইরোটিক এর হাত ধরে এগোনো শুরু হলেও মাঝপথে থেমে আমি শুরু করেছিলাম কিছু কথা ছিল মনে নামক ছোট গল্পে, কবিতা, অণু গল্পের থ্রেড যেখানে যৌনতার কোনো স্থান নেই। সেইসবে চোখ বুলিয়ে আসতে পারেন। হয়তো অবাক হবেন জেনে যে এরকম থ্রেডে আমি ছোটোদের জন্যও গল্প লিখেছিলাম। যাইহোক বুম্বাদার সৃষ্টি আছে, সেটাও পড়ুন। অবশ্যই যদি নন ইরোটিক ভালো লাগে, নইলে দুস্টু গপ্পের কমতি নেই এখানে।
আমার বর্তমানের নস্ট সুখ তো পড়ছেনই। সাথে এই গোলক ধাঁধা আরও কত কত আছে এই গসিপি লাইব্রেরিতে। যে কোনো একটা বই বার করে শুরু করো দিন ♥️
শুধু পাঠককূলকে দোষ দিলে হবে না। এরকম কিছু লেখক আছেন যারা নিজের গল্পকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য রীতিমতো manipulation করে থাকেন, অন্যের গল্পের নামে মডারেটরকে রিপোর্ট করেন। তবে সবার ভালো হোক আমি এই প্রার্থনাই করি।