07-05-2022, 02:40 PM
স্মৃতি- বাবান
এই পড়ে গেলি কিকরে? ওঠ ওঠ....
বাচ্চা মেয়েটা বাচ্চা ছেলেটাকে তুলে নিজেই ওর গাঁ ঝেড়ে দিতে লাগলো। পড়ে যাবার চমক এখনো কাটেনি বাচ্চা ছেলেটার.... ড্যাব ড্যাব করে মেয়েটাকে দেখছে সে। ওকে বকছে মেয়েটা..... আর গা থেকে মাটি ধুলো ঝেড়ে দিচ্ছে। ছেলেটা কিছুই বলতে পারছেনা.... না.. চমক কেটে গেছে... তাও কিচ্ছু ভাষা খুঁজে পাচ্ছেনা.... নিজের বন্ধুটার এই গুরুজন মার্কা হাব ভাব দেখে অবাক হয়ে তাকিয়ে...... হটাৎ খুব ভালো লাগছে নিজের এই বন্ধুটাকে..... এটা কেমন অনুভূতি রে বাবা?
হেসে ফেললো অনিকেত.... ছোটবেলার এই স্মৃতি মনে করে। সুদীপ্তা ঘরে ঢুকে স্বামীর আনমনে এই হাসি দেখে বললো - বাহ্... বাহ্... বাবু এখানে হাসছে.. আর ওদিকে আমি রান্না করতে করতে দুটো শয়তানকে সামলাচ্ছি.... যা শয়তান হয়েছে তোমার ছেলে আর মেয়ে... একদম তোমার গুন পেয়েছে.... বাবারে.. একটুও পড়বেনা... শুধুই খেলবে.... তুমিও তো ও দুটোর বাপ... বকতে পারোনা ওদের... এতো তল্লাই দাও না... দেখবে এই প্রশ্রয় পেতে পেতে বাঁদর তৈরী হবে...
অনিকেত এখনো হাসছে.. বৌয়ের বকুনি শুনে যাচ্ছে আর হাসছে.... আর মনে মনে নিজেকেই বলছে - এ মেয়ে আজকেও পাল্টালোনা....
#বাবান