06-05-2022, 10:08 PM
(05-05-2022, 10:44 PM)Avishek Wrote: উফফ দারুণ লাগলো পর্বটা | একতো কিয়ারা বার্থডে স্পেশাল চ্যাটিং | দারুণ উত্তেজক সব কথোপকথন আর তার সাথে বাবলি প্রিয়াঙ্কার মতের অমিল গুলো |আর শেষে সুবিমল কাকুর আগমন! লোকটা যেভাবে একটু সময়ের মধ্যেই আসল কথায় পৌঁছে গেলো তাতে বোঝাই যাচ্ছে ব্যাপক স্মার্ট সে আর বুদ্ধিমানও | কি গল্প শোনায় প্রিয়াঙ্কা সেটা জানার অপেক্ষা এবার |
অনেক ধন্যবাদ ♥️
কিয়ারা বার্থডে সেলিব্রেশন তাহলে ভালো লাগলো
আর সুবিমল কাকুকে তো নিয়ে আসতেই হতো। তাকে ছাড়া কি আর জমে
(06-05-2022, 02:58 PM)bourses Wrote: মন্ত্র মুগ্ধে মত পর পর দুটো আপডেট পড়ে ফেললাম... অসাধারন বলবো? নাকি অবিশ্বাস্য? তোমার প্রতিটা গল্পের থিম সর্বদাই একেবারেই অনন্য জানি... কিন্তু যে ভাবে একই দেহের মধ্যের দুটো সত্তাকে ফুটিয়ে তুলেছ... তাদের একে অপরের সাথের দ্বৈরথ... উফফফফ... আমি জানি না... ইরো সাহিত্যে বাংলায় কেন? আন্তর্জাতিক মহলেও এই ধরণের কোন গল্প আছে বলে... গল্পটা শেষ হলে আমার অনুরোধ এটাকে অনুবাদ করে কোন প্রচলিত ইংরাজি ফোরামে পোস্ট করতে পারো... এটা সেই রকম উচ্চ পর্যায়ের গল্পের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে...
অনেক অনেক ধন্যবাদ দাদা ♥️
হ্যা আমি চেষ্টা করি একটু অন্য ভাবে কিছু প্রকাশ করতে তোমাদের/আপনাদের সামনে। তা সে চেনা গল্প হলেও যেন পরিবেশন একটু আলাদা স্বাদের হয়। তোমার এমন মতামত পেয়ে গর্বিত অনুভব করছি।