06-05-2022, 06:41 PM
বেশ অন্যরকম একটা গল্প। সত্যিই আজকালকার মেয়েরা বা ছেলেরাও এতো পেকে যাচ্ছে দিনকে দিন যে লোফার আর ভদ্র এই বিভেদ মুছে যাচ্ছে। এই অতিরিক্ত মডার্ন মেয়েগুলো বা ছেলেগুলো গুরু শিষ্য সম্মান ও ভয় টুকু হারিয়ে ফেলছে। অবশ্যই সবাই নয় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে কচি বয়সে প্রাপ্তমনস্ক হয়ে ওঠার এই অনৈতিক মজা।
ক্লাইম্যাক্স তো শুরুতেই বর্ণিত। এবারে ফ্ল্যাশবাক বাকিটুকু জানার অপেক্ষায়।
ক্লাইম্যাক্স তো শুরুতেই বর্ণিত। এবারে ফ্ল্যাশবাক বাকিটুকু জানার অপেক্ষায়।