06-05-2022, 03:00 PM
(04-05-2022, 09:27 PM)Bumba_1 Wrote: সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে তোমার উপন্যাস বজ্রাঘাত পড়া হয়নি। কিন্তু এই মন্তব্য দেখার পর এবং বিশেষ করে হিমালয়ের তুষার ঝঞ্ঝার উল্লেখ পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ওই উপন্যাসটা পড়ার চেষ্টা করবো। কারণ আমি একজন ভ্রমণপিপাসু মানুষ .. এই ধরনের অ্যাডভেঞ্চার পড়তে আমার বরাবর ভীষণ ভালো লাগে।
নিশ্চয়ই পড়ো... আর সেই সাথে অপর দুটি গল্প, সুখ আর তারই সিকোয়েল অসুখ পড়তে ভুলো না... তোমার মত লেখক/পাঠকের থেকে গল্পের সমালোচনা পাওয়া ভাগ্যের ব্যাপার... অনেক আশা নিয়ে অপেক্ষায় রইলাম তোমার মন্তব্যের এই গল্পগুলিতে...