04-05-2022, 11:33 PM
(This post was last modified: 04-05-2022, 11:39 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(04-05-2022, 05:30 PM)Bichitro Wrote: অবশেষে পড়া শেষ হলো ...
পড়তে পড়তে বানান ভুলের জন্য যে কয়েকবার মুখ থুবড়ে পড়েছি সেটা বলতেই হচ্ছে। কিন্তু এক সময়ে আমার লেখাতেও টাইপিং মিসটেক এবং অটোকারেক্ট এর জন্য আপনাদের ও এই দশা হয়েছিল । তাই আমার এই নিয়ে কথা বাড়ানো উচিত না ।
অভির বন্ধু অনিলকে আপনি মনে হয় পরে ঢুকিয়েছেন গল্পের চাহিদা অনুযায়ী। প্রথম থেকে এই রকম চরিত্রের কথা ভাবেন নি ।
গল্প পড়তে পড়তে মনে হচ্ছিল যে আপনি ওই ওদের শরীরের উচ্চতা নিয়ে একটা সমস্যা পাকাবেন । বিয়ের দিন কেউ হয়তো বেঁকে বসবে “ ছেলের থেকে মেয়ে লম্বা । এ আবার হয় নাকি । „ এরকম একটা সিচুয়েশন সৃষ্টি করে এদের মেলাবেন । পরে দেখলাম পাত্রের চরিত্র কলুষিত ....
রিমির প্রথম সেক্সের স্বীকারোক্তি আমাকে আমার গল্প মনে পড়িয়ে দিচ্ছিল ....
শেষে আবার দেখলাম অভির বাবা অভির ভালোবাসার কথা আগে থেকেই জানতেন। বুঝতে পারছি না এটা ভালো লাগলো কি খারাপ লাগলো । হয়তো গল্পের জন্য দরকার ছিল ....
❤️❤️❤️
একজন যখন গল্প লেখে.... সে যে ঠিক কি ভেবে লেখে বা চরিত্র সৃষ্টি করে সেটা শুধু সেই জানে। এমন কিছু পরিস্থিতিও নিয়ে আসে যার হয়তো প্রয়োজন ছিলোনা কিন্তু দিলে ক্ষতি নেই। এগুলো সেই বুঝবে যে কল্পনা কে গল্পে পরিণত করছে। তাই আমি জানি কেন ও কিসের জন্য এই সব চরিত্র আগমন ও তাদের ক্রিয়াকলাপ। এবারে পাঠক নিজ নিজ ভাবে উপভোগ করবে সেটা তাদের নিজস্ব অনুভূতি। তুমি যে পড়লে এটাই তো আসল কথা । ♥️♥️