04-05-2022, 02:28 PM
(This post was last modified: 04-05-2022, 02:30 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-05-2022, 12:46 AM)nextpage Wrote: আমাদের বাড়িতে বলতে আমার বাবার পোষা কুকুর ছিল। রাতে আমাদের বিছানার নিচেই থাকতো। মুখে হয়তো কিছু বলতে পারতো না কিন্তু রাগ অভিমান ভালবাসার কোন কমতি ছিল না।
আমারও এখন আছে দুটো পোষা কুকুর। মা আর সন্তান।
সারাদিন আমাকে চোখে চোখে রাখে। আমার ব্যবস্তার কারণে খুনসুটি কম হয় অভিমান বেশি। কোন দিন হয়তো খাবার দিতে ভুলে গেছি,(আমি না দিলেও ছোট ভাই দেয়) পরদিন তাকে বারবার বলে অনুনয় না করলে সে খাবে না। আর একটু গা বুলিয়ে দিলেই তার সব অভিমান শেষ।
আমাদেরও ছিল। আমার ছোটবেলায়। নানা বিদেশি নয় দেশিই। কিন্তু ভালোবাসা আর বিশ্বাস ওই দেশি বিদেশি এসব বিভেদ মানেনা। ওরা চায় একটু ভালোবাসা। ওদের একটু খেতে দেওয়া আর আদর করে দিলে সবসময় পাশে থাকবে। কারণ ওরা মানুষের মতো পেছনে ছুরি মারতে জানেনা। সামনে হাসি মুখ আর অন্তরে গালি এসব ছলাকলা ওরা জানেনা। তাই নাকি ওরা নিম্ন শ্রেণী। আসলে যে ওই শ্রেণীতে কারা পড়ে সেটা আর নাই বা বললাম। আরও অনেক কিছু বলা যায় কিন্তু থাক। আমার গল্পটাই বোধহয় অনেক কিছুর উত্তর।
ধন্যবাদ গপ্পোটি পড়ার জন্যে ❤