04-05-2022, 02:24 PM
(04-05-2022, 12:38 AM)nextpage Wrote: ছোট তবে ছোট নয় বিশাল একটা পাথরে চাপা কষ্টের বর্ণনা দিয়ে দিলেন।
গল্পটা পড়তে পড়তে খুব কাছের দুজনের কথাই মনে পড়ে গেল।
এরেঞ্জ ম্যারেজ ছিল, নতুন চাকরি পেতেই বিয়ে অন্যদিকে মেয়েটার পড়া চালিয়ে যাবার ইচ্ছে। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব সেই সাথে হরেক রকমের চাপ হয়তো দুজনের কেউই সামলাতে পারে নি। কিন্তু ৩ বছর দূরে থেকে একে অন্যকে চিনেছে জেনেঁচে ভালোবেসেছে অবশেষে আবার মিলন হয়েছে।
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্যে ♥️
আমার এই গল্প যে বাস্তবের দুই চরিত্রকে মনে করিয়ে দিলো সেটা জেনে ভালো লাগলো। জীবন বড়ো বৈচিত্রময়। নানান রঙে রঙিন। কখনো আবার সাদা কালো আবার কখনো নানা রঙে পরিপূর্ণ।