04-05-2022, 01:36 PM
(30-04-2022, 05:39 PM)Bumba_1 Wrote: এই পর্বের আলাদা করে বিশ্লেষণ না করে লেখককে নিয়ে কিছু বলতে চাই।
তুমি যদি ফ্রান্সে কোনোদিন গিয়ে থাকো তাহলে ঠিক আছে। আর যদি না গিয়ে থাকো তাহলে শুধু এই পর্বের জন্য তোমাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলে একটুও অত্যুক্তি করা হবে না যিনি নিজে আফ্রিকাতে কোনোদিন না গিয়েও চাঁদের পাহাড়ের মতো একটি উপন্যাস লিখে ফেলেছিলেন।
বাই দ্যা ওয়ে ভেনার ফিগার বেশ লোভনীয় ৩৮-৩০-৩৮
অন্যদের মন্তব্যের উত্তর দিতে গিয়ে হটাৎ করে একটা কথা মাথায় এলো আমার... তোমার মন্তব্যের প্রেক্ষিতে... আমার আগের গল্প, "বজ্রাঘাত'এ আমি একটা পর্বে আমার গল্পের নায়িকাকে হিমালয় এক্সপিডশনএ ঘুরিয়ে এনেছিলাম... আমার কিন্তু নিজে ঘুরে আসার কোন সৌভাগ্য হয় নি কখনও... সমস্তটাই করেছিলাম নিজের মস্তিষ্ক প্রসুত আর কিছুটা গুগুল থেকে ওই ধরনের এস্কিপিডিশনে গিয়ে পর্বতারোহীরা কি কি ধরণের অভিজ্ঞহতা সঞ্চয় করে, তার একটা বিস্তারীত অ্যানালিসিস করে নিয়ে... আর মজার ব্যাপার কি জানো বুম্বা, এই পর্বটা পড়েই কিন্তু আমার সাথে তোমাদের চন্দ্রকান্তা যোগাযোগ করেছিল... জিজ্ঞাসা করেছিল আমি সততই এই ধরনের কোন এক্সিপিডিশনে অংশগ্রহণ করেছিলাম কি না... এবং যখন শুনলো যে এটা সম্পূর্ণটাই আমার মস্তিষ্ক প্রসুত, একটু আশ্চর্যই হয়েছিল প্রথমে... কারন তার কথায় সে নাকি নিজে এই ধরনের এক্সিপিডিশন করে এসেছে, এবং ওই গল্পে আমি যে ভাবে তুষার ঝঞ্ঝার কথা উল্লেখ করেছিলাম, তাও নাকি সে একেবারে কাছ থেকে প্রত্যক্ষ্য করেছিল... তারপরেই ধীরে ধীরে তার সাথে একটা সুন্দর সখ্যতা তৈরী হয়ে ওঠে... একদম নিটোল বন্ধুত্ব... একটু একটু করে সে তার বাইরের অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে আমার সাথে... তারপর তো ইতিহাস... ওর সেই টুকরো টুকরো স্মৃতি আজ কাহিনীর আকারে তোমাদের সামনে তুলে ধরার ধৃষ্টতা করেছি... অবস্যই তার অনুমতি নিয়েই...