04-05-2022, 01:32 PM
(30-04-2022, 06:59 PM)Bichitro Wrote: Paris নোংরা ??? এই প্রথম কারোর কাছে শুনছি
❤️❤️❤️
আমিও এই প্রথম শুনলাম কারুর কাছে, যে প্যারিস শহরটি নোংরা... কে জানে বাবা... নিজে তো যেতে পারি নি... হবে হয়তো? তবে এমনও হতে পারে, শহরের কোথায় গিয়েছ তার উপরে নির্ভর করে সেই জায়গাটা কেমন দেখেছ... তাই না? আমাদের এই কোলকাতা শহরে যদি কেউ উল্টোডাঙা খালপাড় ঘুরে এসে বলে যে 'ইস... কোলকাতা শহরটা ঘুরে এলাম... কি জঘন্য নোংরা...' তাহলে তো কিছুই বলার নেই... হয়তো ঠিক এমনটাই হয়েছিল প্যারিস ঘোরার সময়... সেটা যে ঘুরে এসেছে, সেই বলতে পারবে, প্যারিসের কোন জায়গায় সে বিচরণ করেছিল... তুমি বা আমি আর কি বলবো, কারন সেই সময় তার সাথে তো আর ছিলাম না আমরা...