04-05-2022, 01:27 PM
(03-05-2022, 09:34 AM)AkRazu7 Wrote: এই গল্প পড়া শেষ হওয়ার পরেও পাঠকের মনে হবে লেখকের আরেকটু লেখা উচিত ছিলো। দাদা, যতো সময়ই লাগুক, গল্পটা Complete করবেন দয়া করে, এরকম লেখার বই যদি কিনে পড়তে হয় তাও মানুষ পড়বে। নেশা লেগে যায়। আর প্লিজ, ব্যাকআপ রাখবেন। অনেক টপ কোয়ালিটি গল্প সাইট বাতিল হওয়ার কারণে হারিয়ে যায়, এই গল্পের ক্ষেত্রে সেরকম হোক তা চাই না। সম্ভব হলে নিজের একটা blogger বা wordpress blog এ সাইট খুলে কালেকশন করে রাখুন।
আমার গল্পে এটা বোধহয় আপনার প্রথম মন্তব্য... প্রথমেই জানাই মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ...
প্রথমত বলি, আপনার কথা মতই, যতই সময় লাগুক, গল্পটি শেষ করব... এটা সুনিশ্চিত...
আর দ্বিতীয়ত, হ্যা, এবার আর আগের মত ভুল করি নি... গল্পের ব্যাক-আপ অবস্যই রেখেছি... আগের ফোরামে লেখা আমার অনেক গল্পই এই কারনে হারিয়ে ফেলেছি আমিও, তখন তো ভাবিনি এই ভাবে... তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে প্রতিটা গল্পই আলাদা করে তুলে রেখেছি...
ভালো থাকবেন, সাথে থাকবেন... আর মাঝে মধ্যে এসে মতামত দিয়ে যাবেন আশা রাখবো...
