04-05-2022, 12:46 AM
আমাদের বাড়িতে বলতে আমার বাবার পোষা কুকুর ছিল। রাতে আমাদের বিছানার নিচেই থাকতো। মুখে হয়তো কিছু বলতে পারতো না কিন্তু রাগ অভিমান ভালবাসার কোন কমতি ছিল না।
আমারও এখন আছে দুটো পোষা কুকুর। মা আর সন্তান।
সারাদিন আমাকে চোখে চোখে রাখে। আমার ব্যবস্তার কারণে খুনসুটি কম হয় অভিমান বেশি। কোন দিন হয়তো খাবার দিতে ভুলে গেছি,(আমি না দিলেও ছোট ভাই দেয়) পরদিন তাকে বারবার বলে অনুনয় না করলে সে খাবে না। আর একটু গা বুলিয়ে দিলেই তার সব অভিমান শেষ।
আমারও এখন আছে দুটো পোষা কুকুর। মা আর সন্তান।
সারাদিন আমাকে চোখে চোখে রাখে। আমার ব্যবস্তার কারণে খুনসুটি কম হয় অভিমান বেশি। কোন দিন হয়তো খাবার দিতে ভুলে গেছি,(আমি না দিলেও ছোট ভাই দেয়) পরদিন তাকে বারবার বলে অনুনয় না করলে সে খাবে না। আর একটু গা বুলিয়ে দিলেই তার সব অভিমান শেষ।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।