03-05-2022, 07:10 PM
শেষ করলাম।
ভেবেছিলাম ঈদের পরদিন আজ ফ্রি থাকবো কিন্তু সেই সময় কই। তাভ কাজের ফাঁকে ফাঁকে গল্পটা পরলাম।
সাধারণ একটা গল্প কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মূহুর্তের কথোপকথন গুলোই অসাধারণ করে তুললো। যেন পুরো দৃশ্যটা প্রত্যক্ষ করছি। ভাই বোনের মিষ্টি সম্পর্ক, ছেলের প্রতি বেশির ভাগ পিতার প্রচ্ছন্ন রাগ ভাব আর মায়ের ঢাল হয়ে দাঁড়ানো সবই পেয়েছি। সাথে মিষ্টি প্রেমের মূহুর্ত।
হয়তো গল্পটা ছোট রাখতে চেয়েছেন নইলে এত তাড়াতাড়ি মিলন না হলেও হতো।
ভেবেছিলাম ঈদের পরদিন আজ ফ্রি থাকবো কিন্তু সেই সময় কই। তাভ কাজের ফাঁকে ফাঁকে গল্পটা পরলাম।
সাধারণ একটা গল্প কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মূহুর্তের কথোপকথন গুলোই অসাধারণ করে তুললো। যেন পুরো দৃশ্যটা প্রত্যক্ষ করছি। ভাই বোনের মিষ্টি সম্পর্ক, ছেলের প্রতি বেশির ভাগ পিতার প্রচ্ছন্ন রাগ ভাব আর মায়ের ঢাল হয়ে দাঁড়ানো সবই পেয়েছি। সাথে মিষ্টি প্রেমের মূহুর্ত।
হয়তো গল্পটা ছোট রাখতে চেয়েছেন নইলে এত তাড়াতাড়ি মিলন না হলেও হতো।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।