03-05-2022, 04:15 PM
(03-05-2022, 03:14 PM)Somnaath Wrote: কমেন্ট ডিলিট করে কি আর সত্য চাপা দেওয়া যায়? দেখলাম এখানে আমার বেশ কিছু মন্তব্য ডিলিট করেছেন কোনো এক ষড়যন্ত্রকারী। আরে মশাই পাবলিক সব বোঝে, লোকজন যা বোঝার বুঝে নিয়েছে, শুধু শুধু্ এই বোকামি টা না করলেই পারতেন। তারমানে এখনো পিছন থেকে ছুরি মারা আর নোংরা রাজনীতি চলছে। ভাগ্যিস এই ফোরামে পয়সা দিয়ে লেখা হয় না। তা না হলে প্রতিহিংসাপরায়ণ ভক্তরা একদম সামনে থেকে ছুরি মারতো।
সোমনাথ দাদা, আমি আপনার সঙ্গে একমত। আরও কিছু কমেন্ট দেখছি ডিলিটেড হয়ে যাচ্ছে। ভন্ডামি নিয়ে একটা কমেন্ট ছিল, ডিলিটেড হয়ে গেছে দেখছি। একজন সমস্ত গল্প মন দিয়ে পড়ছে চুপিসাড়ে, এবং তারপরেই সেই গল্পকে রিপোর্ট করছে, সেই ব্যাপারটা খুলে বলাটা তো আপত্তির কিছু দেখছি না।
সেই ব্যক্তি এতই মন দিয়ে গল্প পড়ছেন যে তিনি গল্প রিপাবলিশ করার সময় কি পরিবর্তন হয়েছে তাও জানেন। তাহলে এত হল্লা কিসের। আপনি পড়তে ভালবাসেন, পড়ুন না।