03-05-2022, 03:14 PM
কমেন্ট ডিলিট করে কি আর সত্য চাপা দেওয়া যায়? দেখলাম এখানে আমার বেশ কিছু মন্তব্য ডিলিট করেছেন কোনো এক ষড়যন্ত্রকারী। আরে মশাই পাবলিক সব বোঝে, লোকজন যা বোঝার বুঝে নিয়েছে, শুধু শুধু্ এই বোকামি টা না করলেই পারতেন। তারমানে এখনো পিছন থেকে ছুরি মারা আর নোংরা রাজনীতি চলছে। ভাগ্যিস এই ফোরামে পয়সা দিয়ে লেখা হয় না। তা না হলে প্রতিহিংসাপরায়ণ ভক্তরা একদম সামনে থেকে ছুরি মারতো।