03-05-2022, 09:34 AM
এই গল্প পড়া শেষ হওয়ার পরেও পাঠকের মনে হবে লেখকের আরেকটু লেখা উচিত ছিলো। দাদা, যতো সময়ই লাগুক, গল্পটা Complete করবেন দয়া করে, এরকম লেখার বই যদি কিনে পড়তে হয় তাও মানুষ পড়বে। নেশা লেগে যায়। আর প্লিজ, ব্যাকআপ রাখবেন। অনেক টপ কোয়ালিটি গল্প সাইট বাতিল হওয়ার কারণে হারিয়ে যায়, এই গল্পের ক্ষেত্রে সেরকম হোক তা চাই না। সম্ভব হলে নিজের একটা blogger বা wordpress blog এ সাইট খুলে কালেকশন করে রাখুন।