02-05-2022, 09:40 PM
(02-05-2022, 09:00 PM)Bichitro Wrote: পড়া শুরু করেছি .....
আজকাল আপনি যা লেখা লেখেন তাতে খুঁত ধরা প্রায় অসম্ভব । তাই একটু মনঃক্ষুন্ন হই । কিন্তু আজ সেটা হচ্ছি না । অন্য লেখকদের ছেড়ে দিলেও আপনাকে ছাড়ছি না । যেহেতু এটা আপনার প্রথম দিকের লেখা তাই কিছু ভুল ভ্রান্তি , এবং পারদর্শীতার অভাব দেখা যাবেই । আর সেটাই হয়েছে ।
আর সেটা হলো --- এতে একটু হলেও পুরো পরিবারের childish ব্যাপার চোখে লাগছে ।
❤️❤️❤️
বোঝো কান্ডটা একবার! বলি তুমি কি গল্পের স্বাদ নিতে পড়ো নাকি ভুল খুঁত খুঁজতে আর না পেলে মনোক্ষুন্ন হও! কি পাবলিক দেখো। এতো পুরো রিভিউয়ার দেখছি
বানানে ভুল ভ্রান্তি হয়তো আমারই বেরোতে পারে, কিন্তু লেখন শৈলী আমি ইচ্ছে করেই সহজ সরল রেখেছি যাতে সবাই আরামসে উপভোগ করতে পারে। পরিবারের এই ব্যাপারটা তোমার বালখিল্য লাগিল? অবশ্য প্রত্যেকের নিজের নিজের দৃষ্টিভঙ্গি আছে। পড়তে থাকো। তবে যত এগোবে ততো বোধহয়...... বাকিটা আর বলবোনা। তুমিই উত্তর দিও ♥️