01-05-2022, 06:34 PM
(01-05-2022, 12:07 PM)Baban Wrote: Prem ki deewani hoon না দেখলেও শুভ মহরৎ ছবিটি অবশ্যই দেখার চেষ্টা কোরো। পারলে ওই ঋতুপর্ণ বাবুর উৎসব, হীরের আংটি, তিতলি,খেলা এই ছবিগুলো দেখার চেষ্টা কোরো। তোমার মতো লেখার হাত যার সে অনেক ভালো ভাবে বুঝবে প্রতিটা ছবির প্রতিটা দৃশ্যকে। এর মধ্যে কয়েকটা ইউ টিউবে হয়তো পেয়ে যাবে। ♥️
এবারে আসি পর্বে - চতুর্থ দেয়াল ভেঙে সরাসরি পাঠকদের সাথে কথা বলা ব্যাপারটা বেশ ভালো লাগলো প্রথমেই জানিয়ে রাখি।
উফফফফফ দেখে নিজেরই ভালো লাগছে যে ওই বিশেষ নারী চরিত্রটির ওপর শুরু থেকেই আমার আলাদা আকর্ষণ ছিল সেটা আজও আছে। কারণ ঠিক ভুলের মধ্যে জড়িয়েও সে ঠিক। সব হারিয়েও সে জয়ী। অনেক জমানো ব্যথা বুকে নিয়েও সে সুখী। মিলন না হলেও সে সম্পূর্ণ আজ। আমি জানতাম এটাই....... না থাক..... আর আলাদা করে বলার কিছু নেই শুধুই এটাই যে অনেক সেরা লেখার মধ্যে এটি একটি হয়ে থাকবে। আমার বানানো গল্পের প্রচ্ছদ ভালো করে দেখলে তুমি বুঝবে যে মেয়েটিকে নিলয় জড়িয়ে আছে সেটি তথা আর দূরে দাঁড়ানো মেয়েটিই দোলন। কারণ কেন জানি মনে হচ্ছিলো যে...... থাক..... কিছু কথা অন্তরে ♥️♥️♥️
সামনে কদিন রিল্যাক্সে মুভি গুলো দেখে নিবো।
এই পর্বের টাইপিং করতে গিয়ে আমার ছোট বোন তো কেঁদেই দিয়েছিল। রাতে যখন বাসায় আসলাম সে তো আমাকে চেপে ধরেছে, তাকে বলতেই হবে ঐ কলেজে থাকতে কাকে সামনে রেখে এমন গল্প আমি সাজালাম। সে কি ঐ মেয়েটাকে চিনে কিনা। কিন্তু সব প্রশ্নের তো উত্তর দেয়া যায় না।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।