01-05-2022, 10:10 AM
(30-04-2022, 10:44 PM)nextpage Wrote: আপনাদের লেখা পড়ে ভাললাগে তাই পড়তে আসি সাথে নিজেও লিখতে শুরু করি।
কিন্তু আপনাদেে সাথে এমন নোংরামি হলে সেটা মেনে নেয়া কষ্টকর। এমন ভাবে চলতে থাকলে আমার নিজের লেখার আগ্রহ কমে আসবে। একটা দল তারা শুধু নিজেদের পছন্দসই জিনিসটাকেই নিয়ে পড়ে থাকে। আরে ভাই বাকিদেরও তো নিজেদের পছন্দসই লেখা পড়া বা লেখালেখি অধিকার আছে তো নাকি।
মন খারাপ করবেন না দাদা। সবসময় পাশে আছি।
চিন্তা করো না, কোনো পক্ষের হাতে একনায়কতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে। সমস্ত পাঠক নিজেদের পছন্দসই গল্প করতে পারবে এবার থেকে এই ফোরামে।