30-04-2022, 10:15 PM
(This post was last modified: 30-04-2022, 10:33 PM by Baban. Edited 3 times in total. Edited 3 times in total.)
কয়েকদিন ধরে একটু ব্যাস্ততার জন্য আমি সেইভাবে আর আসতে পারিনি খালি মায়া আর নিজের গল্পে কমেন্ট করেছি আপডেট দিয়েছি। আর আগের মতো আসলেও এই নোংরামি সম্পর্কে একটা কথাও বলতাম না। আগে অনেক বলেছি, সিরাটের সাথে কথাও হয়েছে আগে। অনেককে শান্ত করার চেষ্টা করেছি, সেটা বুম্বাদাও করেছে। যাতে আরও লেখক আসে তাই আমি সিরাটকে বলে কয়েকটা নতুন প্রেফিক্স সংযোজন করিয়েছিলাম যাতে নতুন স্বাদের গল্প পাই আমরা আরও...... আর এসবের পরে কি দেখছি? কি পাচ্ছি? দারুন দারুন।
যদিও আমি আর স্টার রেটিং নিয়ে ওতো ভাবিনা কিন্তু হটাৎ করেই আমার নস্ট সুখ ৪ থেকে ৩ স্টারে নেমে গেলো, borses দাদারও তাই হয়েছিল। মানে আজও কেউ কেউ ভাবে এখানে স্টার দেখে লোকে গপ্পো পড়ে। ওটা রাগের মাথায় বা ইচ্ছে করে কমিয়ে দিলে আর সেইভাবে লোকে পড়বেনা।
ঝামেলা কাদের মধ্যে আর কেস কারা খাচ্ছে। এইনা হলে প্রগতি? এই না হলে প্রগ্রেসিভ মেন্টালিটি
মানে আমাদের এই সময় বার করে মাথা খাতিয়ে গল্প লেখার দাম = আমার ভালো হবেনা তো তোরও ভালো হবেনা শালা
এটা লেখকদের পুরোপুরি দোষ নয়, কিছু এমন পাবলিক আছে যারা এসবের সূত্রপাত ঘটিয়ে পূর্ণ মজা নিয়ে দর্শক হয়ে পৈশাচিক তৃপ্তি নেয়। এবার বাকিরা লড়ে মর, এ ওকে কাদা ছোর, তুইও চড় মার। আর দুই পক্ষের লেখক একে ওপরের গুন বুঝে একে ওপরের তারিফ করতে ব্যাস্ত। হায়রে কতই রঙ দেখি দুনিয়ায়। আমি ভাই ভালোই করি বেশি গল্প পড়িনা। নিজের নিয়ে থাকো কয়েকজন চেনা সোনা লেখকের গপ্প পড়ো মতামত দাও। বেশি ভালো করতে চাইবোনা আর ভাই যে যা পারে লিখুক বলুক, প্রেফিক্স এর মর্ম না বুঝে যা ইচ্ছে আপলোড করুক। আমি আর নেই