30-04-2022, 09:53 PM
(30-04-2022, 09:42 PM)amzad2004 Wrote: বুম্বা ভাই ওই কুকুর-শুয়োরের দলকে ইগনোর করা যায় না? তাদের জন্য তো মামুনশাবক, হেনরী ভাই, বিপ্লব ভাই সহ কতজনকেই হারালাম।
না এটা আপনি ভুল কথা বলছেন। সমষ্টিগত ভাবে কাউকে কুকুর-শুয়োর বলে দোষারোপ করা বা অপমান করা যায় না বা উচিৎ নয়, সেই শিক্ষা আমি পাইনি। তবে যে ব্যক্তি আমার গল্পগুলির বিরুদ্ধে রিপোর্ট করেছে সে অধমের মতো কাজ করেছে। আর আমার বন্ধু সোমনাথের কমেন্টে যে ছড়াটা লিখেছি ওটা একটি প্রচলিত কবিতা। আর আমি কোথাও চলে যাচ্ছি না। আমি এই ফোরামেই আছি, তবে সবকিছু শান্ত না হওয়া পর্যন্ত আপডেট দেবো না।