30-04-2022, 07:01 PM
(30-04-2022, 04:05 PM)Bumba_1 Wrote:
আমি এই উপন্যাসটির একটি মুখবন্ধ দিই গত মাসের ২৪ তারিখ .. সেখানে লেখা হয় আগামী রবিবার (অর্থাৎ ২৭ তারিখ) থেকে উপন্যাসের পর্বগুলি শুরু হবে। উল্লিখিত দিন অর্থাৎ ২৭ তারিখ আপডেট দিতে এসে দেখি রেটিং ★★ হয়ে গিয়েছে আমার এই থ্রেডের। এখানে প্রশ্ন হলো .. গল্প শুরুই হলো না, অথচ লোকজন রেটিং কমাতে শুরু করে দিলো। যদিও আমি রেটিং নিয়ে মাথা ঘামাই না, তবুও বলতেই হচ্ছে এই ব্যাপারটি দুটো জিনিস থেকে আসে। প্রথমতঃ অপরের ভালো সহ্য করতে না পারা, অন্যের কাহিনীকে মাথা তুলে দাঁড়াতে দিতে না চাওয়া .. অর্থাৎ ঈর্ষাজনিত কারণ। দ্বিতীয়তঃ অবশ্যই বিদ্বেষ .. অর্থাৎ এই ব্যক্তিটিকে আমি পছন্দ করি না, তাই ওর কোনো জিনিসকে আমি ভালো বলবো না, খারাপ বলবো।
এই পলিটিক্স টা কয়েক বছর থেকে IMDb তেও হচ্ছে তো গসিপি কোন ছাড়
❤️❤️❤️