30-04-2022, 05:45 PM
(30-04-2022, 05:39 PM)Bumba_1 Wrote: এই পর্বের আলাদা করে বিশ্লেষণ না করে লেখককে নিয়ে কিছু বলতে চাই।
তুমি যদি ফ্রান্সে কোনোদিন গিয়ে থাকো তাহলে ঠিক আছে। আর যদি না গিয়ে থাকো তাহলে শুধু এই পর্বের জন্য তোমাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলে একটুও অত্যুক্তি করা হবে না যিনি নিজে আফ্রিকাতে কোনোদিন না গিয়েও চাঁদের পাহাড়ের মতো একটি উপন্যাস লিখে ফেলেছিলেন।
বাই দ্যা ওয়ে ভেনার ফিগার বেশ লোভনীয় ৩৮-৩০-৩৮
না ভাই... যাই নি কখনও ফ্রান্সএ... সবটাই গুগুল নির্ভর... আর বাকিটা চন্দ্রকান্তার দেওয়া বিবরণ... আর সেই কারনেই কোন দিনই ওই মানুষটার সমগোত্রীয় হয়ে উঠতে পারবো না... কারন ওনার সময় না ছিল গুগুল না ছিল এন্সাইক্লোপিডিয়া... কিন্তু তা সত্তেও আমাদের উনি চাঁদের পাহাড় উপহার দিয়েছিলেন... তাই দয়া করে ওনার মত মহীরূহের সাথে তুলনা টেনো না আমার...
হ্যা... ভেনা সত্যিই বেশ লোভনীয়... আর শুধু লোভনীয়ই নয়... যথেষ্টই হ-ট-ট-ট্...