30-04-2022, 04:45 PM
(30-04-2022, 04:27 PM)Sanjay Sen Wrote:
ব্যাস, হলো তো? এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কিছু বিকৃতমনস্ক, পরশ্রীকাতর, হিংসাপরায়ণ মানুষ নিজেদের মধ্যে মারামারি করছে আর তার কোপ এসে পড়ছে ভালো ভালো কিছু লেখকের উপর। এইজন্যেই এখানে ভালো লেখকেরা টেকে না। যাদের মধ্যে একটুও শুভবুদ্ধি এখনো অবশিষ্ট আছে তাদের অনুরোধ করবো নোংরামি থামিয়ে এই সমস্ত ভালো ভালো লেখকদের এখানে আটকে রাখার চেষ্টা করুন। শুধু একবার যদি জানতে পারতাম কে রিপোর্ট করেছে তোমার গল্পগুলোর নামে! নামটা বলো।
নাহ্, বলবো না .. আগুন লেগে যাবে তাহলে .. আমি আগুন লাগাতে নয়, নেভাতে চাই .. সেটা এতদিনেও বুঝলো না মূর্খ কিছু মানুষজন।