30-04-2022, 04:05 PM
xbii বা xossip সম্পর্কে আমার কোনোকালেই কোনো ধারণা ছিল না .. এখানে এসে কমেন্টের মাধ্যমে এগুলোর সম্পর্কে জেনেছি। পরবর্তীকালে যখন xossipy এই ফোরামটি চোখে পড়ে এবং এখানে লেখা কিছু গল্প পড়তে আরম্ভ করি, তখন আমার মনেও ইচ্ছা জাগে আমিও তো গল্প লিখতে পারি। কারণ, লেখার হাত আমার মন্দ নয়, একথা অনেকেই বলে - যদিও সেগুলো সবই ছোটদের জন্য লেখা। তারপর লিখতে শুরু করি একের পর এক যৌন উপন্যাস এবং খুব অল্প সময়ের মধ্যে এই ফোরামে অথবা এর বাইরে অন্য কোথাও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সেইগুলি।
এবার আসল প্রসঙ্গে আসি, আমি যখন এই ফোরামে লেখালেখি শুরু করি অর্থাৎ ২০২০ সালের একেবারে শেষের দিকে, তখন কিন্তু এখানকার পরিবেশ একদম অন্যরকম ছিলো। আমার আগে যারা এসেছেন তারা এই বিষয়টা আরো ভালো বলতে পারবেন। সব পাঠক সব লেখকের গল্প না পড়লেও বা পছন্দ না করলেও তখন লেখক আর পাঠকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। এখন যেটা আর নেই, পুরোটাই শেষ হয়ে গিয়েছে। কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আপনারা। আমি এই উপন্যাসটির একটি মুখবন্ধ দিই গত মাসের ২৪ তারিখ .. সেখানে লেখা হয় আগামী রবিবার (অর্থাৎ ২৭ তারিখ) থেকে উপন্যাসের পর্বগুলি শুরু হবে। উল্লিখিত দিন অর্থাৎ ২৭ তারিখ আপডেট দিতে এসে দেখি রেটিং ★★ হয়ে গিয়েছে আমার এই থ্রেডের। এখানে প্রশ্ন হলো .. গল্প শুরুই হলো না, অথচ লোকজন রেটিং কমাতে শুরু করে দিলো। যদিও আমি রেটিং নিয়ে মাথা ঘামাই না, তবুও বলতেই হচ্ছে এই ব্যাপারটি দুটো জিনিস থেকে আসে। প্রথমতঃ অপরের ভালো সহ্য করতে না পারা, অন্যের কাহিনীকে মাথা তুলে দাঁড়াতে দিতে না চাওয়া .. অর্থাৎ ঈর্ষাজনিত কারণ। দ্বিতীয়তঃ অবশ্যই বিদ্বেষ .. অর্থাৎ এই ব্যক্তিটিকে আমি পছন্দ করি না, তাই ওর কোনো জিনিসকে আমি ভালো বলবো না, খারাপ বলবো।
কিছুদিন আগে একজন লেখকের দুটি অজাচার গল্প (যে দুটির বর্তমানে প্রেফিক্স চেঞ্জ করা হয়েছে) sub forum এ নিয়ে যাওয়া হয়েছিল। এই কাজটা কেউ বা কারা রিপোর্ট করে করেছে একথা অনস্বীকার্য। কিন্তু এর ফলস্বরূপ কি হলো? আমার দুটি যৌন উপন্যাস সম্বন্ধে কেউ রিপোর্ট করে দিলো যাতে সেগুলিকেও ওই sub forum এ নিয়ে যাওয়া হয় (মডারেটর সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশট মেসেজ করে দিয়েছে, স্ক্রিনশটটি আমার কাছে আছে, কেউ দেখতে চাইলে অবশ্যই দেখাবো)। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো ওই লেখক এর কাহিনী sub forum এ যাওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে আমার লেখা উপন্যাসগুলোকে পাঠানোর তৎপরতা বেড়ে গেল কেনো?
কিছুদিন আগে একজন কমেন্ট করেছে (তার স্ক্রিনশট আমার কাছে আছে) সমস্ত নন-ইরোটিক গল্পগুলো sub forum এ পাঠানো হোক। ফোরামে আমি একমাত্র লেখক যে সবথেকে বেশি নন-এরোটিক গল্প লিখেছি, এর পিছনের যুক্তিটাই বা কি? এই সব ক্ষেত্রে আমাকে আক্রমণ করা হচ্ছে কেনো? কেনো কেনো কেনো? আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না .. প্লিজ।
ভেবেছিলাম আগামীকাল রাতে আমার উপন্যাসের পরবর্তী আপডেট দেবো। কিন্তু সেটা আর সম্ভবপর হবে না। এটা এখন নোংরা খোঁয়াড়ে পরিণত হয়েছে। নিজেদের গায়ের জ্বালা মেটাতে যে যাকে পারছে আক্রমণ করছে। তাই এই ফোরামের বিশেষত বেঙ্গলি কমিউনিটির এখন যা পরিস্থিতি তাতে করে সুস্থ মস্তিস্কের কেউ নিজের গল্প চালিয়ে নিয়ে যেতে সক্ষম হবে না। পরিস্থিতি যদি আবার কোনোদিন আগের মতো হয়, তখন না হয় আপডেট দেবো। ভাল থাকবেন সবাই।