30-04-2022, 03:17 PM
(27-04-2022, 12:09 PM)Baban Wrote: আগে বলি চন্দ্র কে নিয়ে কিছু কথা - দস্যি, মিষ্টি রাগী, অভিমানী, জ্ঞানী, কর্তব্যপরায়ণ দায়িত্বজ্ঞান সম্পন্ন আর অবশ্যই কামদেবীর অংশ সে। এই মেয়ে শুধুই লোভী চোখে দেখার নয়, এই মেয়েকে যত চিনবে ততো ভালোবাসা আর শ্রদ্ধা বাড়বে। এক জীবনে এতো কিছুর সাক্ষী হচ্ছে সে যে বলার নয় তা সে ভালো হোক বা মন্দ। এমন একটি দুস্টু মেয়ের সন্ধান পাওয়া খুব কঠিন। আর একবারও পেয়ে গেলে তাকে ভুলতে পারা অসম্ভব। একবারও দিমাগ মে ঘুস গয়া তো ব্যাস গয়া। কেন জানি এই পর্ব পড়তে পড়তে আগন্তুক এর সেই অতিথির জ্ঞান এর সীমা আর চারিত্রিক বৈশিষ্ট মনে পড়ে গেলো।
এবারে আসি তোমার কথায় - শেষে তুমি যেটা লিখেছো সেটা একদমই ঠিক। এই গল্প বা বলা উচিত এমন গল্প আমি অন্তত আগে কখনো পড়িনি। হ্যা অনেক অসাধারণ লেখক আছে এই গসিপিতে কিন্তু তাদের লেখনী তাদের মতো কিন্তু এই গল্প একেবারে ভিন্ন। সেই শুরু থেকে এই বর্তমান পর্ব পর্যন্ত। কারণ এতে যৌনতার আধিপত্য যেমন আছে, তেমনি আছে শিক্ষার মহাত্য, ছোটবেলা, ঠিকভুল আর দারিপাল্লায় মাপা জীবনের হাসি কান্না। তোমার এই গল্প আমার কাছে একেবারে ভিন্ন হয়েই থাকবে। কারণ শুধুই ওই কান্তা ম্যাডাম নয়, তাকে যে আমাদের সামনে নিয়ে এলো সেই লেখকের চেষ্টা আর লেখনী। এই গুলো অনেক বেশি প্রাপ্য বর্তমান রূপ থেকে। ♥️♥️♥️♥️
ভাই বাবান... তোমার কাছ থেকে গল্প অথবা নিদেন পক্ষে একটা পর্বেরও যে ভাবে বিশ্লেষণ পাই, তাতে সত্যি বলছি আমি যার পর্নাই আপ্লূত... তোমার বিশ্লেষন নিয়ে দিন দুয়েক আগেই চন্দ্রকান্তার কথা হচ্ছিল... ও-ও কিন্তু এই একই কথা বলছিল আমায়... এত সুন্দর করে তুমি প্রতিটা পর্বের সমালোচনা তুলে ধরো, এক এক সময় আমার নিজেরই তো মনে হয় যে হয়তো আমিও বোধহয় নিজের গল্পটাকে এই দৃষ্টিকোন থেকে দেখিই নি... অসংখ্য ধন্যবাদ এই ভাবে সর্বদা পাশে থাকার জন্য... এই ভাবেই আমার পর্বের কাটাছেঁড়া করে যাও...