30-04-2022, 03:15 PM
(26-04-2022, 05:59 PM)Bumba_1 Wrote: পুরো পর্বটাতেই একটা পজিটিভ দিক ছিল। অর্থাৎ আমাদের গল্পের নায়িকার ওখানে যাওয়া, দুইদিন দিদিমার সঙ্গে থেকে তাঁর উপর একটা আলাদা শ্রদ্ধামিশ্রিত স্নেহ জন্মানো, দিদিমার মৃত্যুর পর নিজের নামে উইল মামী এবং মামাতো ভাই বোনদের মধ্যে ভাগ করে দেওয়া, আলাদা একটা ফ্ল্যাট পাওয়া .. সবকিছুর মধ্যেই একটা ফিল গুড ব্যাপার।
তবে ঘরের বর্ণনা পড়তে পড়তে আমার কৈশোরের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমরা যে অফিসার্স বাংলোতে থাকতাম, সেখানে বিশাল বিশাল ঘর .. এক একটি ঘর প্রায় সাড়ে ছ'শো থেকে সাতশো স্কয়ার ফিট, দেওয়ালে তৈলচিত্র, ঘরের মাঝখানে বিশাল পালঙ্ক .. এইসব কিছু পড়তে পড়তে স্মৃতিরোমন্থন করলাম। আর ভালো কথা চন্দ্রকান্তার নাম ছোট করে মোটেও কান্তা রাখা যাবে না ওটা শুনলেই কান্তাবাঈ এর কথা মনে পড়ে, কান্টা - এইটা ঠিক আছে।
হ্যা... ঠিক বলেছ বুম্বা... এই পর্বটিকে সম্পূর্ণ ভাবে পজিটিভ রাখার চেষ্টা করেছি... মাঝে মধ্যে পর্বে পজিটিভিটি না রাখলে গল্পটায় গতি আনা যায় না... সেটাই মাথায় রেখেই এগিয়েছি পর্বটা নিয়ে...
যাক... শুনে ভালো লাগলো যে একজনের কল্পনা আর একজনের পূরানো কিছু স্মৃতি ফিরিয়ে নিয়ে আসে...
এটা দারুন উদাহরণ টানলে ভায়া... চন্দ্রকান্তাকে একেবারে কান্তাবাঈএর সাথে মিলিয়ে দিয়ে... জানি না, ম্যাডাম আবার দেখে গোঁসা করবে কি না... তবে কান্টা-টা আবার কাঁটা না হয়ে যায়... হে হে...
আর একটা কথা... যে ভাবে আমার আপডেট দেওয়ার প্রায় পরক্ষনেই তোমার মন্তব্য পেলাম, তাতে সত্যিই বলছি, নিজেই হকচকিয়ে গিয়েছিলাম খানিকটা... এত তাড়াতাড়ি নিজের আপডেটের মতামত পেয়ে...