29-04-2022, 11:29 PM
(29-04-2022, 12:23 PM)Baban Wrote: আমি বরাবরই দোলন এর পক্ষে ছিলাম আর থাকবো কারণ ওই চরিত্রটা আমার কাছে অন্তত মনকারা এক চরিত্র। এবারে যদি ভালো খারাপের কথা বলি তবে এই গল্পের কোনো চরিত্রই ঠিক নয় আবার ভুলও নয় যেন। তথা যে নিজে একটা সময় নিজের কথা ভেবেছে, বিয়ে নামক সম্পর্ক উপেক্ষা করে এক পুরুষের সাথে নতুন সম্পর্কে এগিয়ে গেছে সেটা কি ঠিক ছিল? হ্যা নীলু বাবুও ঠিক করেনি বা দোলনও নয়। এটাই তো এই গল্পের মূল বিষয়। কিছু কিছু ব্যাপার ঠিক ভুলের উর্ধে হয়। আমারও দোলনের মতো তথাকে একটাই প্রশ্ন - আজ ছেলেটার জন্য এতো চিন্তা, তা সেদিনও তো ছেলেটা এমনই ছিল তাও কেন তার হাত না ধরে অন্য পুরুষের হাত ধরেছিলে? বা আজ যদি সেই ছেলে শয়তান না হয়ে ভালো হতো তবে কি এই নিলয়কে মনে থাকতো?
পুরো গল্পের সারাংশ টেনে দিলে দাদা। ❤️
সত্যিই তো আমরা কেউ কি ভুলের উর্ধ্বে? কিন্তু আমাদের মাপা হয় কে কতটুকু ভুল করলো সেটা দিয়ে। বড় ভুল ছোট ভুল এসব। অনেকে বড় করেও ছাড় পায় আবার কেউ ছোটতেই সব হারায়।
সময়ের সাথে সবাই পাল্টায়। অনেক হিসেব সমীকরণ বদলে যায়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।