29-04-2022, 01:20 PM
(This post was last modified: 29-04-2022, 01:24 PM by sudipto-ray. Edited 2 times in total. Edited 2 times in total.)
(28-04-2022, 07:32 PM)Bumba_1 Wrote: ভেবেছিলাম আমার এই উপন্যাস নিয়ে আর একটাও পূর্বাভাস দেবো না। কিন্তু ..
উফফফফ sex sex sex sex মাথা খারাপ করে দিচ্ছে এক পক্ষ, আবার কেউ কেউ দাবি রাখছে যৌনতা যেন বলিদানের মাধ্যমে আসে।
প্রথম পক্ষের উদ্দেশ্যে বলি - আমি যৌনপিপাসু লেখক নই বন্ধুবর .. তাই প্রথম পর্ব থেকেই সিচুয়েশন না দেখে যৌনতা আসে না আমার গল্পে।
দ্বিতীয় পক্ষের উদ্দেশ্যে বলি - বলিদানের মাধ্যমে যৌনতা এলে সেই রতিক্রিয়া আর উপভোগ্য হয় না, সেটা হয়ে যায় agreeable ra.pe
তাই দুই ক্ষেত্রেই পরিস্থিতি অনুযায়ী খাদ্য ও খাদকের অর্থাৎ শিকার ও শিকারির উভয়পক্ষের শারীরিক ক্ষুধা থাকলে তবেই রতিক্রিয়া উপভোগ্য হয়। দুই পক্ষকে আমার উপর ভরসা রেখে, একটু ধৈর্য ধরে বাকি পর্বগুলো পড়ার অনুরোধ জানাচ্ছি।
আপনি নিরাশ করবেন না, এটা জানি দাদা। তবে " agreeable ra.pe " এর যে কথাটা আপনি বললেন,,,,, যদি সেই নারীটি নিজে না চাইলেও, সেই সেক্স বা যৌনতা উপভোগ করে, তাহলে তাকে রেপ বলা যায় কি??? এরকমটা আমরা আপনার আগের একটি জনপ্রিয় গল্পেও পেয়েছি এবং সেটা বলিদানের মাধ্যমেই এসেছে। অরুন্ধতী পরাজিত হবে যৌনতার কাছে, কিন্তু হার মানবে না। একটা নারী চরিত্রের শরীর কলুষিত হলেও, মন যদি ঠিক থাকে তবে, তাকে আমি অসতী বলে মনে করি না। এটা আমি আমার আগের কমেন্ট গুলোতেও পরিষ্কার করেছি। আমার আগের কমেন্টগুলো আবার পড়ার অনুরোধ করব, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন।
তবে এই গল্পের প্রেক্ষাপট যে ভিন্ন, সেটা দেরিতে হলেও বুঝেছি। সবচেয়ে বড় কথা, লেখকরা শুধু পাঠকদের জন্য লিখে না, নিজের জন্যও লিখে। নিজে যদি সেই লেখায় সুখ, দুঃখ, কামনা অনুভব না করে, তাহলে পাঠকরা অনুভব করবে কি করে। তাই আপনি আপনার মতো করে লিখুন। আমি কমেন্টে যে কথাগুলো বলি, সেটা নিজের জন্য না, বরং গল্পের জন্য বলি।