28-04-2022, 09:08 PM
(28-04-2022, 03:40 PM)a-man Wrote: গত আপডেটে মনে হচ্ছিলো যে ট্রেনে নিলয়ের উপস্থিতি নেহায়েতই কল্পনা, তাই এই পর্বে সেটা দেখে মনটা আসলে কেমন যেন হয়ে গেলো। আসলে কি চাইছিলাম? নিলয় যাক তথার সাথে? তাহলে সেখানে দোলন যে একা পরে যাবে। এখন নিলয় যে ছেড়ে এলো তথাকে তাহলে এখন তথারই বা কি হবে?
"পুরুষের কাঁদতে নেই" এই নিষ্ঠূর নিয়মে সকলেই, এক্ষেত্রে মন হালকা করার যেন কোনো অধিকারই নেই।
জীবনের টানাপোড়েনে আসল মানুষ চেনা যায়৷
দূরে গেলেই কাছে থাকার মর্ম উপলব্ধি করা যায়। কে কার সাথে যাবে সেটা তো নিয়তির হাতে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।