Thread Rating:
  • 299 Vote(s) - 3.28 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
দৃষ্টি আকর্ষণ করছি -
(27-04-2022, 11:04 PM)dreampriya Wrote: Jupiter dar lekha story duto main forum theke sorano holo keno ?

Dreampriya, তোমাকে একটা গল্প শোনাচ্ছি শোনো।

একবার এক দাঁড়কাক এক বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। সে ঘাড় বেঁকিয়ে চোখ নামিয়ে দেখলো নীচে বনের মধ্যে একদল ময়ূর নাচ করছিলো। ওটা দেখে ওর মনের মধ্যে হিংসা তৈরি হল। কারণ সে নিজে নাচতে,গাইতে জানতো না। কর্কশ গলা। তার উপর নোংরা খেয়ে খেয়ে মুখে দুর্গন্ধ এবং গালাগালি বের হয় সর্বদা।
ওর এখন ইচ্ছা হল যে কি করে বনের ময়ূর দের ধ্বংস করে নিজের রাজত্ব প্রতিষ্ঠিত করবে। তখন অপর এক কাক বন্ধু ওকে পরামর্শ দিলো যে তুই ময়ূর দের সঙ্গে বন্ধুত্ব স্থাপন কর। তারপর বিশ্বাস অর্জন করে একদিন পুরো ময়ূর রাজত্ব ধ্বংস করে দিবি। দাঁড়কাকের বন্ধুর দেওয়া উপদেশটা ভালো লাগলো।
সে একদিন ঘুরতে ফিরতে বনের মধ্যে ঢুকে পড়লো। ময়ূর দের নাচ দেখতে দেখতে তাদের নাচের প্রশংসা করতে লাগলো। সে নিজে নাচের ব্যপারে বিশেষ কিছু না জানলেও প্রত্যেকটা ময়ূরের কাছে গিয়ে গিয়ে তাদের প্রশংসা করতে লাগলো।
সরল ময়ূররাও কাকের কাছে তাদের নাচের প্রশংসা পেয়ে খুব খুশি হল। এই ভাবেই চলতে লাগলো। কাক নিয়মিত ময়ূরদের অনুষ্ঠানে আসে এবং তাদের প্রশংসা করে পালিয়ে যায়।

পরে সে বুঝতে পারলো, এইভাবে চললে তো তার মনস্কামনা পূর্ণ হবে না। তখন আবার তার কাক মিত্র তাকে পরামর্শ দিলো যে তুই এক কাজ কর, তুই কোন ময়ূরের সঙ্গে বন্ধুত্ব কর। এমনিতেই তোর বহুদিনের আনাগোনা সেখানে। নিশ্চয়ই তোর সঙ্গে অনেকেরই পরিচয় থাকবে।
দাঁড়কাক ভাবল, হ্যাঁ সেতো নিশ্চয়ই। আমার তো সেখানে অনেকেরই পরিচয় আছে। তবে এমন কারও সঙ্গে নেই যাকে নিয়ে বন ধ্বংস করা যাবে। তখন সে মনে একটা ফন্দি আঁটল কি হয় যদি সে বনের ভালো প্রভাবশালী কোন ময়ূরের সঙ্গে বন্ধুত্ব করে নেয় এবং তাকে বোকা বানিয়ে এই ধূর্ত কাজে লাগানো যায়?
সে বনে আবার ফিরে এলো এবং বনের কোন এক প্রভাবশালী ময়ূরের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি করলো। সে একদিন বলল যে আমি এই বনের পরিবর্তন চাই। তখন প্রভাবশালী ময়ূর বন্ধু তাকে বলল যে এই বনের যেকোনো পরিবর্তন, উন্নয়ন ইত্যাদি বনের ময়ূরেরাই করে থাকেন। ময়ূর ছাড়া কেউ পারবে না।

দাঁড়কাক এটা শুনে দুঃখী মন নিয়ে বাসায় ফিরে এলো। কাক বন্ধু দাঁড় কাকের মনের অবস্থা দেখে তাকে কারণ জিজ্ঞেস করলো। দাঁড় কাক তার কারণ বলাতে সে উপদেশ দিলো যে যদি ময়ূররাই বন নিয়ন্ত্রন করে তাহলে তুই ময়ূর হয়ে যাস না কেন?
দাঁড়কাক বুঝল যে উপদেশটা মন্দ নয়। তখন সে এদিক ওদিক থেকে ময়ূর পালক সংগ্রহ করা শুরু করে দিলো। সে প্রচুর ময়ূরের পালক সংগ্রহ করে নিজের গায়ে লাগিয়ে নিলো। এবং মস্ত একটা ময়ূরের রূপ ধারণ করলো। মোটা ময়ূর। কোন ময়ূরের হয়তো সারা জীবন দশায় এতো পালক গজাতে পারবে না। ঠিক ততটাই।

এবার দাঁড়কাক ময়ূর না হলেও পালক গুঁজে সে ময়ূরের মতোই দেখতে লাগলো।কিন্তু সে নাচতে তো জানে না। আর গাইতেও পারে না। কোন প্রতিভাই দেয়নি তাকে উপরওয়ালা। তবুও সে নাচবে। কিন্তু যখন ওর নাচ দেখতে কেউ না আসছে তখনই সে রেগে বোম হয়ে যাচ্ছে। বনের অন্যান্য প্রাণীদের গালাগালি দিচ্ছে,ভয় দেখাচ্ছে।
"এই!!! তুই আমার নাচ দেখবি না!!!! দাঁড়া তোকে বন থেকে খেঁদারা হবে! তোকে বনে ঢুকতে দেওয়া হবে না। আমি ময়ূর! আমি এতো কষ্ট করে পালক সংগ্রহ করেছি। তোদের আমার নাচ দেখতেই হবে!!!!! নইলে আমি এক এক করে বনের সমস্ত ভালো ময়ূর গুলোকে বন থেকে তাড়িয়ে দেবো। নানা কৌশলে"।



[+] 4 users Like Jupiter10's post
Like Reply


Messages In This Thread
RE: দৃষ্টি আকর্ষণ করছি - - by Jupiter10 - 28-04-2022, 10:11 AM



Users browsing this thread: 22 Guest(s)