27-04-2022, 11:06 PM
(27-04-2022, 10:46 PM)Baban Wrote: শেষ দুই পর্ব গল্পটা আরও পাকাপোক্ত করে তুললো, সোজা কথায় আরও মাথা গুবলেট করে দেওয়া পর্ব। একদিকে দোলন এর দোলনা তো আরেকদিকে তথার কথা। বাবারে নিলয় বেচারা কি সমস্যায় পড়লো। এরেও চাই আবার ওরেও ছাড়তে পারসে না। একদিকে চুম্বন আরেকদিকে জড়িয়ে ধরা। ♥️
আমার কাছে দোলন চরিত্রটি সর্বদা এগিয়ে থাকবে। কারণ তার অনুভূতির বিস্তার আর তার পদার্পন না হলে তো এই গল্প এগোতোই না। তাছাড়া নিলয় বাবুর লাইফে ডবল ধামাকাও আসতোনা।
দারুন
লীড চরিত্র গুলো দাড়া করাতে সহায়ক চরিত্রের আগমন ঘটে৷ কিন্তু অনেক সময় সেই সহায়ক চরিত্রগুলো নিজেদের উপস্থিতি আর পারদর্শিতা দিয়ে লিডদেরও মাত করে দেয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।