26-04-2022, 11:22 PM
(26-04-2022, 10:16 PM)Bumba_1 Wrote: আমাকে শাস্তি দিওনা .. খুঁজে পেলে তোমাকে ফাউন্টেন পেন আমি ঠিক দেবো
ঝড়ের রাতে আসল ঝড় যে কোথায় উঠবে সেটাই দেখার ভাইটু .. কিন্তু একটু অপেক্ষা করতে হবে যে তার জন্য।
লতিকা দেবী গ্রামের মানুষ হলেও মোটেই সহজ সরল নয় একথা আগের পর্বে বার কয়েক বলা হয়েছে। অসম্ভব ধূর্ত এবং সংসারের উপর সর্বদা কর্তৃত্ব ফলানো তার কাজ। তার উপর নিজের ভাগ্নিকে সর্বদা পায়ের তলায় দমিয়ে রাখতে চায়। এখন নিজের সংসার থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছে। এহেন তার ভাগ্নি সহজ সরল অরুন্ধতীর মুখে সেই রাতের অডিটোরিয়ামের কথা থেকে শুরু করে পরবর্তীকালে তাকে নিঃস্বার্থ ভাবে প্রধান শিক্ষকের সাহায্য করতে চাওয়ার সমস্ত কথা শুনে এবং তার ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এটা জেনে .. এই বাড়িতে কর্তৃত্ব স্থাপন করার লোভে এবং কিছু টাকার আশায় এই অন্যায়ের পথে পা বাড়িয়েছে লতিকা দেবী।
এই পর্বে এর সমস্ত উল্লেখ আছে।
পরের পর্ব তোমার মনপুতঃ হবে .. কথা দিলাম।
সত্যিই কর্তৃত্ববাদী মনোভাব আমাদের ষড়রিপু কে এমন ভাবে কব্জা করে যেখানে আমরা অনেক কিছুই করে ফেলি নিজের অজান্তে সেটা ভাল আর খারাপ যেটাই হোক। আমরা মানুষ বরাবরই অন্যকে দমিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালবাসি। ❤️
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।