26-04-2022, 09:51 PM
লতিকা চরিত্র সম্পর্কে আমি তাহলে অনেকটা ঠিকই আন্দাজ করেছিলাম। যদিও সেটা জানাইনি। সবকথা জানানোর মানেই হয়না কারণ যদি আন্দাজ মিলে যায় অর্থাৎ সেটাই হয় তাহলে লেখকের পরবর্তী সেই পর্বের আকর্ষণ কমে যাবে চান্স থাকে। যাইহোক আবারো সাংঘাতিক একটা পর্ব। আগে বাইরের শয়তান ছিল, এবারে ষড়যন্ত্রে নিজের লোকও সামিল হলো। অন্যের বাড়িতে আশ্রিতা হয়েও সেই গৃহের একপ্রকার মালকিন হয়ে ওঠার শখ এই বুড়ির!
বয়স্কা মহিলা বলে সম্মান দেবার যোগ্য লতিকা নয়। লোভ আর হিংসে যে কতটা বিপথে চালিত করে তার অন্যতম উদাহরণ। আর ষড়যন্ত্রর ক্রিয়া কলাপ তো প্রিপ্লেন মতো একেবারে পারফেক্ট এগিয়ে চলছে।
বয়স্কা মহিলা বলে সম্মান দেবার যোগ্য লতিকা নয়। লোভ আর হিংসে যে কতটা বিপথে চালিত করে তার অন্যতম উদাহরণ। আর ষড়যন্ত্রর ক্রিয়া কলাপ তো প্রিপ্লেন মতো একেবারে পারফেক্ট এগিয়ে চলছে।