25-04-2022, 04:56 PM
(23-04-2022, 06:56 PM)Baban Wrote: গুরু এই না মানে ম্যাডাম পুরো কাঁপিয়ে দিলো তো!! এই না হলে রাজরক্ত! শালা মুখের ওপর জবাব দিয়েছে। আমারও শালা ওই মহিলার কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেছিলো। মেয়ে মায়ের আর নিজের গয়না নেবে সেটা কিনা ওর একার সম্পত্তি নয়!! আমিও থাকলে না বুঝিয়ে দিতাম! আগেই জিজ্ঞেস করতাম প্রপারটি আর সম্পত্তি স্পেলিং বলুনতো তারপরে বাকি কথা।
লোভী সুযোগ সন্ধানী মহিলা একটা। এইভাবেই নিজের মানুষও কেমন যেন পাল্টে যায়। মেয়েকে অমন বলার সাহস পেলো কিকরে নইলে ওই মহিলা! আর সেটা শুনছিলো বাবা শুধুই!
তবে বেচারা ভাইটার অমন দুর্দশা হলো সেটা শুনে হাসি পেলেও সে যে নির্বোধের মতো চাবি ওই মহিলাকে দিয়ে দেয়নি এটার জন্য চুমু পুরো ♥️
সেটাই তো! তোমার মন্তব্য দেখে চন্দ্রকান্তা কিন্তু খুব খুশি হবে বস্... আমি একটু ব্যস্ত বলে ওর সাথে বেশ ক'দিন কথা হয় নি, কিন্তু এই ব্যাপারটা ওর থেকে জিজ্ঞাসা করে নিতেই হবে, তোমার মন্তব্য পড়ে ও কি বলে...