24-04-2022, 12:59 PM
(24-04-2022, 12:56 PM)raikamol Wrote: ধন্যবাদ ভাই। একটি নতুন শব্দ জানা গেল।
কর্ষণ থেকে চাষ এসেছে। কেমন করে এসেছে জানা ছিল না, হয়ত কর্ষ বিকৃত হয়ে চর্ষ হয়ে তারপর র লুপ্ত হয়ে এসেছে। ভাষাতত্ববিদরা বলতে পারবেন। আপনার সঙ্গে আলোচনায় লাভ হল, যে একটি নতুন শব্দ নিয়ে ধারণা করা গেল।
বাংলা ভাষাটাই কিন্তু অপভ্রংশ হয়ে এসেছে। এরপরে আবার স্থান আর কাল ভেদে মৌখিক উচ্চারণ তার সাথে আঞ্চলিকতার টানে একটা শব্দই একেক জায়গায় একেক রকম হয়ে গেছে যদিও অর্থটা সেই একই।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।